হোসেনপুর (দক্ষিণ-পূর্ব) পাড়ার সভাপতি, কমিনিউটি পুলিশিং এর সভাপতি
ও বিশিষ্ট সমাজ সেবক “আসরাফুল সিদ্দিকী গামা” আর নেই
ও বিশিষ্ট সমাজ সেবক “আসরাফুল সিদ্দিকী গামা” আর নেই
সিরাজগঞ্জের সদর উপজেলার হোসেনপুর (দক্ষিণ-পূর্ব) পাড়ার সভাপতি, একই এলাকার কমিনিউটি পুলিশিং এর সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক “আসরাফুল সিদ্দিকী গামা” আর নেই। গতকাল সোমবার রাত্রী নয়টার দিকে তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন বলে জানান তার বড় ছেলে আলম (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে শহরের “আলম অপট্রিকস” চশমার দোকানের স্বত্তাধীকারী মোঃ আলম জানান, তার বাবা বেশ কিছুদিন যাবত হৃদরোগে ভুগিতেছিলেন। গতকাল রাতে তার নিজস্ব কর্মস্থলে অসুস্থ্য হয়ে পড়লে শহরের আভিসিনা হাসপাতালে নেওয়ার পথেই তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। আজ মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারী) বাদ যহোর মালশাপাড়া কবরস্থানে মরহুমের জানাজা এবং দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানান তিনি। তার বাবার জানাযা নামাজে অংশ গ্রহণ করার জন্য সকল আত্মীয়-স্বজন ও সকল ধর্মপ্রান মুসুল্লীদের প্রতি আহব্বানও জানান।
তার মৃত্যুত্বে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং এলাকার ময়মুরুব্বীগণ পরিবারের প্রতি গভির শোক প্রকাশ করেছেন।