বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত



সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার বিজয়ীদের মর্ধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় শহীদ শামসুদ্দীন ষ্টেডিয়ামে ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে  প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুন নাহার সিদ্দীকা। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিরাজগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটি চেয়ারম্যান মুহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সহ-সভাপতি সঞ্চয় সাহা, সম্পাদক মোঃ এমদাদুল হক, গাজী আলতাফ হোসেন, জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার সানোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আল আমিন। ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয় জাহান আরা উচ্চ বিদ্যালয় ও ম্যান অব দ্যা মাচ হন জাহান আরা উচ্চ বিদ্যালয়ের তুষার বাবু শান্ত, রানার্স আপ হন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।