সিরাজগঞ্জে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার বিজয়ীদের মর্ধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় শহীদ শামসুদ্দীন ষ্টেডিয়ামে ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুন নাহার সিদ্দীকা। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিরাজগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটি চেয়ারম্যান মুহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন প্রমুখ।