সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে সাংবাদিকসহ তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এঘটনা ঘটে। আহতদের দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি শিমুলকে গুরুত্বর অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে, সাংবাদিক আহতের প্রতিবাদে তাৎক্ষনিক সাংবাদিক উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে সমাবেশ করেছেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, দুপুর দেড়টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় সেখকে মেয়রের ভাই হাসিবুল হক পিন্টু মারধর করেন। পরে বিজয় গ্রুপের লোকজন মহসড়াক অবরোধ করেন। অবরোধ চলাকালে বিজয়ের একটি গ্রুপ মিছিল নিয়ে মেয়রের বাড়ী দিকে যায়। বাড়ীর কাছে পৌছলে কতিপয় ছেলে বাড়ী লক্ষ্য করে ঢিল ছুড়ে, এ সময় মেয়র তার নিজ শটগান থেকে গুলি ছোড়ে। গুলিতে সাংবাদিকসহ তিনজন আহত হয়। আহত সাংবাদিককে বগুড়া হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে, সাংবাদিক আহতের প্রতিবাদের তাৎক্ষনিক উপজেলার সকর সাংবাদিক বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে সমাবেশ করেছে।
Save