বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

অজানা রোগে শরীর ও মুখ বিকৃতি হয়ে চোখ দুটোও  বন্ধ হয়ে যাওয়ার পথে

সিরাজগঞ্জে অজানা রোগে শরীর ও মুখ বিকৃতি হয়ে গেছে শাহাদাৎ হোসেনের। সবাই দেখলে ভয় পায়।চোখ দুটো বন্ধ হয়ে যাওয়ার পথে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামের শাহাদাৎ হোসেন। ৩৫ বছর ধরে অজানা রোগে চলছে তার জীবন। মাটি কেটে সংসার চালাতে হচ্ছে। বেশিভাগ সময় কাটে ঘরের মধ্য শুয়ে।দুই মেয়ে এক ছেলে। মেয়ে দুটোকে অনেক কষ্টে বিয়ে দিলে ও এখন সেই নিজে অনেক কষ্ট করছেন । 


"যানি না এই রোগের নাম কি? আসুন না আমরা জন্য শাহাদাৎ এর পাশে দারাই, চিকিৎসার ব্যবস্থা করি।" এভাবেই প্রতিবেদক 'Sohag Lutful Kabir' নামের ফেসবুকে পোস্ট করা হলে, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকী ফেসবুকের ঐ পোস্টের, শাহাদাৎকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার লক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের ব্যাপারে আশ্বস্ত করেন।


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।