বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী, সাবেক প্রধানমন্ত্রী শহীদ মনসুর আলীর শততম জন্মবার্ষিকীতে স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা শহীদ মনসুর আলীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের যোগ্য সহচর ছিলেন আমার বাবা শহিদ এম মনসুর আলী। অসাধারণ ব্যক্তিত্ব, তুখোড় রাজনীতিবিদ, বাংলার মাটি ও মানুষের নেতা কাজীপুর-সিরাজগঞ্জ-পাবনা তথা সারাদেশের জনগনের কাছে তিনি ক্যাপ্টেন সাহেব নামেই পরিচিত ছিলেন। মনে-প্রাণে সমাজ দরদী বাঙ্গালী জাতীয় চেতনার ধারক এই নেতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বঙ্গবন্ধুর পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। স্বাধীকার থেকে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে এই প্রবাদ পুরুষ নিজের জীবনকে বিলিয়ে দিয়ে যোগ্য নেতৃত্বের এক অনুপম উদাহরণ আমাদের মাঝে রেখে গেছেন। আজ সোমবার বিকেলে কাজীপুরের সোনামুখী হাইস্কুল মাঠে শহিদ মনসুর আলী স্মৃতি সংসদের আয়োজনে ক্যাপ্টেন এম মনসুর আলীর শততম জন্ম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। তিনি সোমবার দিনভর তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের তাঁর পিতা শহীদ এম মনসুর আলীর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে আয়োজিত সমাবেশে বক্তৃতা দানকালে এসব কথা বলেছেন। শহীদ এম মনসুর আলীর শততম জন্ম বার্ষিকীতে তাঁর নির্বাচনী এলাকায শহীদ মনসুর আলী কল্যাণ ট্রাষ্ট, মনসুর আলী স্মৃতি সংসদ, মনসুর আলী সরকারি কলেজ, উপজেলা আওযামীলীগসহ বিভিন্œ প্রতিষ্ঠান দিন ভর নানা কর্মসূচি পালন করেছে। ইউনিয়ন পর্যায়ে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় শহীদ এম মনসুর আলীর পুত্র বধু লায়লা নাসিম ও তাঁর দৌহিত্র সাবেক এমপি তানভীর শাকিল জয় অনুষ্ঠানে ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এসব অনুষ্ঠানে কখনও আবেগ আপ্লাবুত আবার শহীদ পিতার প্রতি এই অঞ্চলের মানুষের ভালবাসায় আনন্দিত হয়েছেন। তিনি শহীদ এম মনসুর আলীর রাজনৈতিক কর্মকান্ড এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসার কথা উল্লেখ করে বলেছেন- আমার পিতা শহীদ এম মনসুর আলী সাধারন মানুষের মতো জীবন যাপন করতেন। গ্রামের সাধারণ মানুষের খোজ খবর নিতেন। মনসুর আলী জীবন দিয়ে প্রমাণ করেছেন-তিনি মোস্তাকের মতো বেঈমান নন। এজন্যই তাঁর জন্মশত বার্ষিকীতে রাস্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধাঞ্জলী জানাতে কেন্দ্রীয় ভাবে ব্যাপক কর্মসূচি রেখেছেন। তিনি আরো বলেন সমাজের উঁচু স্তরের মানুষ যেমন তার সান্নিধ্য একান্ত আপনজন হিসেবে পেয়েছেন তেমনি সাধারন মানুষও ছিল তার চোখের মনি। তার রেখে যাওয়া আদর্শের পথ ধরে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে তিনি দলীয় নেতাকর্মিদের কাজ করার আহবান জানান। তিনি বলেন, কাজীপুরের উন্নয়নে ভূমিকা রাখলেই শহীদ এম মনসুর আলীর বিদেহী আত্মার শান্তি পাবে। শহিদ এম মনসুর আলী স্মৃতি সংসদের সভাপতি ও উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজীপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় অন্যদের মধ্যে কাজীপুর উপজেলা চেয়ারম্যান বকুল সরকার, কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী প্রমূখ বক্তব্য রাখেন। উল্লেখ্য তৎকালিন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার কুড়িপাড়া গ্রামে ১৯২২ সালের ১৯ জানুয়ারী এম মনসুর আলী জন্মগ্রহণ করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
এর আগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী-লীগ কার্যালয় মাঠে সোমবার দুপুরে শহিদ এম মনসুর আলী কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুযোগ্য নাতী সিরাজগঞ্জ-১ কাজীপুর আসনের সাবেক এম,পি প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় কাজীপুরের কৃতি সন্তান আমার দাদা শহিদ এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকীতে কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে সনদ ও ক্রেস্ট দেয়া হলো। এর মাধ্যমে ঝরেপড়া শিক্ষার্থীরা সঠিক শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাবে।
ট্রাস্টেও সভাপতি ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, কাজীপুর পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, ট্রাস্টের সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা আ.লীগ সভাপতি শওকত হোসেন, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন, জেলা পরিষদ সদস্য রেফাজ উদ্দিন, জেলা পরিষদেও নব্য নির্বাচিত ১নং মহিলা সদস্য নাসরিন ইসলাম তালুকদার, সাবেক পৌর মেয়র জিএম তালুকদার, নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, যুবলীগ সাধারন সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম, সম্পাদক আলী আসলাম, প্রমূখ।