সিরাজগঞ্জ আজ ১৩ ডিসেম্বর সিরাজগঞ্জের সিরাজগঞ্জের কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১’এর এইদিনে অকুতোভয় মুক্তিযোদ্ধারা তিনদিক থেকে উল্লাপাড়া থানা সদরকে ঘিরে ফেললে পাকবাহিনী আত্মরক্ষায় উল্লাপাড়া থেকে সড়ক পথে নগরবাড়ির দিকে পালিয়ে যায়। পাকবাহিনী পালিয়ে যাবার সময় হামিদা পাইলট উচ্চ বিদ্যালয় এবং রেল ষ্টেশনের পাশে সড়ক ও জনপথে তাদের গোলাবারুদের গুদামে আগুন ধরিয়ে দেয়। বিকেলে মুক্তিযোদ্ধারা উল্লাাপাড়া থানায় স্বাধীন বাংলার বিজয় পতাকা উত্তোলন করে বিজয় ঘোষনা করেন।
অপরদিকে ১২ ডিসেম্বর গভীররাতে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পরাজিত হয়ে পাকহানাদার বাহিনীর সদস্যরা কামারখন্দ থেকে পালিয়ে যায়। ১৩ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা উপজেলা সদর কার্যালয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে বিজয় ঘোষণা করেন। উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী খোরশেদ আলম জানান, দিবসটি পালন উপলক্ষে বিজয় র্যালী, প্রামান্য চিত্র, তবারক বিতরন ও আলোচনা সভা-মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।