সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জে চেয়ারম্যানসহ ১১জন সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে। সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুননাহার সিদ্দিকা তাদেরকে বেসরকারীভাবে ঘোষণা করেন। নির্বাচিতরা হলো-চেয়ারম্যান পদে আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
সংরক্ষিত সদস্য পদে-২নং ওয়ার্ডে কাজী সেলিনা পারভীন, ৪নং ওয়ার্ডে রীবলী ইসলাম কবিতা। সাধারন সদস্য পদে-১নং ওয়ার্ডে রেফাজ উদ্দিন, ২নং ওয়ার্ডে ইসহাক উদ্দিন, ৩নং ওয়ার্ডে গোলাম রব্বানী, ৪নং ওয়ার্ডে নুরুল ইসলাম সজল, ৬নং ওয়ার্ডে মো. আব্দুল হামিদ আকন্দ, ১০ নং ওয়ার্ডে হাফিজুর রহমান, ১২নং ওয়ার্ডে ইকবাল হোসেন ও ১৩নং ওয়ার্ডে নেয়ামল ওয়াকিল খান।
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সকলেই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী। এছাড়া বাকী তিনটি সংরক্ষিতি আসনে ৭জন নারী এবং সাধারন সদস্য পদের সাতটি ওয়ার্ডের ১৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুনাহার সিদ্দিকা জানান, অন্য কোন প্রার্থী না থাকায় চেয়ারম্যানসহ ১১জনকে বেসরকারীভাবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।