ব্যাপক উৎসবমূখর পরিবেশে ঢাকা-সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন বরণ করে নিলেন সিরাজগঞ্জবাসী। গতকাল রবিবার রাত সারে ৯টায় ফুল দিয়ে নতুন রুপে সজ্জিত হয়ে বিলাসবহুল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি প্রথম যাত্রীদের নিয়ে শহরের বাজার স্টেশনে পৌছায়।
এর আগে রাজধানীর কমলাপুর স্টেশনে ভারত থেকে আসা ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী-লীগের প্রেসিডিয়াম সদস্য মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম রেলমন্ত্রীর রসিকতায় মিষ্টির দাবীর প্রেক্ষিতে রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রীর জন্য এক ট্রাক মিষ্টি পাঠানোর কথা তিনি বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ২০১৯ সালের নির্বাচনী ট্রেনে না উঠলে বিএনপি গণতন্ত্রের রাজনীতি থেকে হারিয়ে যাবে” বলে মন্তব্য কওে বলেন “প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের দারিদ্র বিমোচন, নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের কারণে শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবে এদেশ রোল মডেলে পরিণত হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নতুন কোচে ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে 'সিরাজগঞ্জ এক্সপ্রেস' সার্ভিসের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী জনাব মজিবুল হক এম.পি । অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন “'বিএনপি-জামায়াত জোট রেল যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের হাত থেকে ফিরে এসেছে। প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুত গতিসম্পন্ন ‘বুলেট ট্রেন’ চালুর নির্দেশ দিয়েছেন। অর্থ পেলেই ওই ট্রেন সার্ভিস চালু করা হবে।
মন্ত্রী আরো বলেন “২০১৩ সালে সিরাজগঞ্জের জন্য ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন চালু করেছি। আজ তারই ধারাবাহিকতায় নতুন বগি যোগ হলো। বঙ্গবন্ধু সেতুর পার্শে আরেকটি রেলসেতু নির্মিত হবে। সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইনও চালু হবে। এসব কিছুই সিরাজগঞ্জের জনগণের সুবিধার জন্য হচ্ছে।” এসময় তিনি রসিকতা করে সিরাজগঞ্জের মন্ত্রী ও এমপিদের কাছে মিষ্টি দাবী করেন। জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রেলমন্ত্রীর স্ত্রীর জন্য এক ট্রাক মিষ্টি পাঠানোর ঘোষনা দেন। রেলমন্ত্রীর উদ্দেশ্য করে তিনি আরো বলেন, “বিয়ের পর অনেকেই আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু আমি কিছুই দিতে পারিনি। আপনি আমার কাছে মিষ্টি চেয়েছেন। কত মিষ্টি চাই আপনার? আমার সিরাজগঞ্জে যত মিষ্টি আছে, আপনার বধুর জন্য এক ট্রাক মিষ্টি পাঠাবো ইনশাআল্লাহ। এবং তাৎক্ষনিক মিষ্টির জন্য স্থানীয় তিন এম.পি.ডঃ মিল্লাত মুন্না, তানভির ইমাম ও আমজাদ হোসেন মিলনকে নির্দেশ দেন।
রেলসচিব ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের এমপি ডঃ হাবিবের মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জনাব তানভির ইমাম এমপি, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আমজাদ হোসেন মিলন এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম সপ্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালউদ্দিন প্রমুখ।
এদিকে ঢাকা কমলাপুর স্টেশনে উদ্বোধন শেষে ট্রেনটিতে চড়ে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের এমপি ডঃ হাবিবের মিল্লাত মুন্না সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌছালে হাজার হাজার জনতা তাকে আতশবাজি ও করতালির মাধ্যমে এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান। এসময় তিনি বলেন,“সিরাজগঞ্জবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হলো। নতুন সময় সূচি, আসন সংখ্যা বৃদ্ধি করে অত্যাধুনিত নতুন বগি নিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। একারনে তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, রেলমস্ত্রী মুজিবুল হক ও আওয়ামী-লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম এর কাছে আমরা সিরাজগঞ্জবাসী চির কৃতজ্ঞ।