সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী-লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে আবির বিশ্বাস সিরাজগঞ্জবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
গত সোমবার রাতে জনাব লতিফ বিশ্বাসের উচ্চ রক্ত চাপ দেখা দেয়, গতকাল সকালে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে হেলিকপ্টার যোগে গতকালই তাহাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।