শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী পদক্ষেপে জঙ্গী দমন ২০১৬ সালের শ্রেষ্ঠ অর্জন

প্রথমবারের মতো সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচন হয়েছে উল্লেখ করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,যারা জেলা পরিষদ নির্বাচন অসাংবিধানিক বলেন তাদের দলের নেতাকর্মীরাই ঠাকুররগাঁসহ দেশের বিভিন্নস্থানে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছেন। তারা ভোট দিযে প্রমাণ করেছেন তাদের দল বিএনপি’র নেতাদের বক্তব্য অসাড়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধিনে  নাসিক নির্বাচনও প্র¤œহী নির্বাচণ প্রমাণ হবার পরও পরাজিত দলের প্রতিক্রিয়া জাতির জন্য দুঃখজনক। ২০১৬ সাল ছিল আইনশৃংখলা ও রাজনৈতিক স্থিতিশীলতার বছর উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন-বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনার কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপে জঙ্গী দমন ছিল এ বছরের শ্রেষ্ঠ অর্জন। এ ক্ষেত্রে আইনশৃংখলা বাহিনীর অবদানও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এ বছরই দেশের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দমন করা হয়েছে। এছাড়াও এ বছরটি উন্নয়নের দিক থেকেও ছিল ভরপুর। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে এ বছরেই। 

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশেন নির্বাচনকে প্রশ্নহীন নির্বাচন উলেখ করে নাসিম বলেন, এ নির্বাচনে পরাজিতদের বিরুপ প্রতিক্রিয়া জাতির জন্য দুঃখজনক। এছাড়াও এ বছরই দেশে প্রথমবারের মত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচনও সম্পন্ন করা হয়েছে। 

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান, পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড.বিমল কুমার দাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমূখ। 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।