বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

সিরাজগঞ্জে সদস্য পদে বিজয়ী আওয়ামীলীগ ৬ স্বতন্ত্র ৪

 
সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষে হয়েছে জেলা পরিষদের ১০টি ওয়ার্ডের নির্বাচন। নির্বাচনী বেসরকারী ফলাফলে ৬ জন আওয়ামীলীগ প্রার্থী ও ৪ জন স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা চলে। ভোট গণনা শেষে স্ব স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার।

বিজয়ীরা হলেন- (১,২ও ৩ নং ওয়ার্ড) ১নং সংরক্ষিত নারী সদস্য পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী নাসরিন আকতার তালুকদার, (১৩, ১৪ ও ১৫নং) ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে দলীয় প্রার্থী মৌসুমি খান ও ৭, ৮ও ৯নং ওয়ার্ডে হুসনে আরা পারভীন লাভলী বিজয়ী হয়েছেন। কামারখন্দের ৫নং ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান ওরফে আমিনুল ইসলাম, রায়গঞ্জের ৭নং ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী গোলাম হাসান সরকার সুমন, চোহালী ১৫নং ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম ওরফে গনি মোল্লা, তাড়াশের ৯নং ওয়ার্ডে দলীয় প্রার্থী মোফাজ্জল হোসেন, উল্লাপাড়ার ১১নং ওয়ার্ডে দলীয় প্রার্থী গোলাম মোস্তফা, শাহজাদপুরের ১৪নং ওয়ার্ডে দলীয় প্রার্থী শাহজাহান আলী, নিমগাছী ৮নং ওয়ার্ডে দলীয় প্রার্থী ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো। 


রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কামরুন নাহার জানান, ভোট গণনা শেষে বেসরকারী এদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে প্রতিদ্বন্ধি না থাকায় চেয়ারম্যানসহ ১১জন সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে। 



সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।