৯৯৯ নম্বরে কল করলেই সরকারের নাগরিক সেবা পাওয়া যায়। এ সেবাকে আরও বিস্তৃত
করতে এবার দেশের সব থানা ও পুলিশ ফাঁড়িকে যুক্ত করতে যাচ্ছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু
নাসের জানিয়েছেন, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন-৩
(ইনফো-৩) প্রকল্পের আওতায় সরকারের ৯৯৯ কল সেন্টারে যুক্ত হচ্ছে এসব থানা ও
পুলিশ ফাঁড়ি। গত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ
প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনলাইনে পাসপোর্ট ভেরিফিকেশন সিস্টেম
ডিজিটালাইজেশন ও সরকারের ৯৯৯ কলসেন্টারের সেবার কথা মাথায় রেখে এসব থানা ও
পুলিশ ফাইবার অপটিক্যাল ক্যাবল সংযোগ স্থাপন করা হবে।আগামী ২০১৮ সালের মধ্যে এক হাজার ৯৯৯ কোটি টাকা ব্যয়ে এ ইনফো-৩ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
তথ্যপ্রযুক্তি বিভাগ জানায়, এই প্রকল্পের অন্যতম বিষয়গুলোর মধ্যে
রয়েছে-দেশের ২ হাজার ৬০০ ইউনিয়নকে অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগের আওতায়
আনা ও দেশের সব ডিজিটাল সেন্টারে (ইউডিসি) বিপিও সেন্টার (বিজনেস প্রসেস
আউটসোর্সিং) প্রতিষ্ঠা করা। জানা যায়, ইনফো-৩ প্রকল্পে রয়েছে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, রিয়েল টাইম
রেসপন্স, প্রান্তিক পর্যায়ে তথ্যপ্রযুক্তি সুবিধার সম্প্রসারণ ও
কর্মসংস্থান তৈরি, ডিজিটাল বৈষম্য রোধ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি।