সোমবার, ৫ জানুয়ারী, ২০১৫

সিরাজগঞ্জে সংবিধান রক্ষা ও গণতন্ত্রের বিজয় র‌্যালী অনুষ্ঠিত

 
গণতন্ত্রের সফলতা ও আওয়ামীলীগ সরকারের ২য় মেয়াদের এক বছর পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী মিশিল নিয়ে জেলা আওয়ামী-লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দেয়। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ২(দুই) আসনের সাংসদ ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বর্তমান জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, জেলা যুবলীগের সভাপতি মইনুদ্দিন খান চিনু ও সাধারণ সম্পাদক এ্যাডঃ হাকিম, জেলা স্বেচ্ছাসেবক-লীগের সভাপতি সজল সাধারণ সম্পাদক জিহাদ ও ছাত্রলীগের সভাপতি সোহেল  সাধারণ সম্পাদক মোঃ জাকির প্রমূখ।

সমাবেশ শেষে বিশাল আনন্দ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে পৌরসভা বিভিন্ন নেতা-কর্মী অংশগ্রহন করে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।