বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

কাজীপুরে কীটনাশক ঔষধের গোডাউনে চুরি

সিরাজগঞ্জের কাজীপুরে সিনজেন্টা কোম্পানীর কীটনাশক ঔষধের গোডাউনে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা এসময় মেসার্স নূর ট্রেডার্সের তত্বাবধানে থাকা প্রায় সাড়ে বার লাখ টাকার নানা ধরণের কীটনাশক ঔষধের প্যাকেট নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

সিনজেন্টা কোম্পানীর এজেন্ট ব্যবসায়ী নুর মোমিন রানা জানান, মঙ্গলবার গভীর রাতে মেঘাই পুরাতন বাজারে অবস্থিত গোডাউনে সংরক্ষিত কৃষিকাজে ব্যবহৃত ২১ ধরণের কীটনাশক ঔষধের প্যাকেট চুরি গেছে। রাতে স্থানীয়রা গোডাউন সংলগ্ন রাস্তায় একটি ট্রাক থেমে থাকতে দেখেছে। ধারণা করা হচ্ছে চোরেরা ওই ট্রাকেই ঔষধের প্যাকেটগুলো তুলে নিয়ে গেছে। চুরি হওয়া ঔষধের মূল্য ১২ লাখ ২৯ হাজার পঞ্চাশ টাকা। ঔষধের প্রতিটি প্যাকেটে মেসার্স নুর ট্রেডার্সের সীল দেয়া রয়েছে। সহজেই কেউ এগুলো বিক্রিও করতে পারবে না। বিষয়টি অবগত করার পর সিনজেনটা কোম্পানির উর্ধতন কর্মকর্তারা গোডাউন পরিদর্শন করেছে।

কাজীপুর থানার অফিসার ইন চার্জ মুহাম্মদ আব্দুল জলিল জানান, থানা এলাকার সন্নিকটে এমন চুরির ঘটনা এই ব্যবসা সম্পর্কে জানা শোনা লোক ছাড়া সম্ভব নয়। ঘটনাটি উদ্ঘাটনে চেষ্টা চলছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী থানায় সাধারন ডাইরী করেছে।


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।