বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

সিরাজগঞ্জের তাড়াশে খাস পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

সিরাজগঞ্জের তাড়াশে খাস পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের একটি খাস পুকুরের দখল নিয়ে এবতেদায়ী মাদ্রাসা ও মসজিদের পক্ষে দুটি দু’গ্রুপ তৈরী হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছিল। এ অবস্থায় বুধবার সকাল দশটার দিকে মাদ্রাসা পক্ষের লোকজন পুকুরে মাছ ধরতে যায়। এ সময় মসজিদ পক্ষের লোকজন বাঁধা দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়। ঘন্টাব্যাপী সংঘর্ষ দেশীয় অস্ত্রের আঘাতে নবা প্রামানিক, আক্তার হোসেন, হযরত আলী, মোত্তালেব হোসেন, মাহমুদা খাতুন, আব্দুল মান্নান, ছানোয়ার হোসেন, কাজেম আলী, হায়দার আলী, রনি পারভীনসহ উভয়পক্ষের অনন্ত ১৫জন আহত হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।তবে এ বিষয়ে কেউ মামলা করেনি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবএছাড়া


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।