সিরাজগঞ্জের সলঙ্গায় বাস, ট্রাক ও জিপের ত্রিমুখি সংঘর্ষে জয়পুরহাট-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মোজাহার আলী প্রধানসহ তিনজন আহত হয়েছেন।
তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল মহাসড়ক থানার এসআই আশরাফ আলী জানান, রোববার সকাল ১১টার দিকে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
"সাবেক সাংসদ মোজাহার জয়পুরহাটে যাচ্ছিলেন। কালিকাপুর এলাকায় ঢাকাগামী আগমনী পরিবহন ও অপর একটি ট্রাকের সঙ্গে তার জিপের ত্রিমুখি সংঘর্ষ হয়। এ সময় জিপে থাকা মোজাহার ও তার এক আইনজীবীসহ তিনজন আহত হন।" স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তারা সবাই আশংকামুক্ত বলে এসআই আশরাফ জানান।
তিনি বলেন, ঘটনার পর বাসটি আটক এবং ক্ষতিগ্রস্ত জিপটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।