বাংলাদেশের অগ্রযাত্রায় অবদান রাখতে যুবসম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সজীব ওয়াজেদ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)সহ আরও কয়েকটি অঙ্গসংগঠনের পক্ষে ‘ইয়াং বাংলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
‘ইয়ং বাংলা’ ‘রুপকল্প ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত একটি সম্মিলিত কন্ঠ স্বর।
"শুধু বর্তমান ক্ষেত্রের উন্নয়ন করলেই হবে না। আমরা বাংলাদেশের ভবিষ্যতকে উন্নয়ন করতে চাই। সেই জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
আওয়ামী লীগের স্বপ্ন শুধু বর্তমানকে নিয়ে নয়। আওয়ামী লীগ দেশের মানুষের ভবিষ্যৎকেও নিশ্চিত করতে চায়।"
অনুষ্ঠানে ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি, সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির শামস দেশের সকল জেলা থেকে আগত তরুণ সংগঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ‘ইয়ং বাংলা’র ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন।
সজীব ওয়াজেদ জয়