বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

সিরাজগঞ্জে ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যুর অভিযোগ৷

সিরাজগঞ্জে একটি হাসপাতালে অস্ত্রোপচারের আগে অজ্ঞান করার সময় অতিরিক্ত ওষুধ ব্যবহারের কারণে ছয় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার।

বুধবার রাতে শিশুটি মারা যাওয়ার পর ক্ষুব্ধ স্বজনরা সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অপারেশন থিয়েটার প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

সিরাজগঞ্জ সদর থানার এসআই হাফিজ রায়হান জানান, রাতেই খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলে রাত সাড়ে ১২টার দিকে শিশু ওয়ালিদের লাশ বাসায় নিয়ে যায় স্বজনরা।

ওয়ালিদ সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলোকদিয়া গ্রামের সৌদি প্রবাসী শাহ আলমগীরের একমাত্র ছেলে। পাঁচ মাসের ছুটি নিয়ে সম্প্রতি দেশে আসেন আলমগীর।

তিনি বলেন, টনসিল বেড়ে যাওয়ায় হাসপাতালের নাক, কাল ও গলা বিশেষজ্ঞ কামরুল রাসেল খন্দকারের পরামর্শে ছেলেকে বুধবার সকাল ১১টায় হাসপাতালে ভর্তি করেন তিনি।

“সন্ধ্যা সাড়ে ৭টায় অপারেশন করার কথা ছিল। সময়মতো অপারেশন রুমে নেওয়া হলে অজ্ঞান করার জন্য অতিরিক্ত মেডিসিন দেওয়ায় আমরা একমাত্র ছেলে মারা যায়।”
এ জন্য হাসপাতালের অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ আলী রশিদকে দায়ী করে তার শাস্তি দাবি করেন আলমগীর। 

তবে অভিযোগ অস্বীকার করে আলী রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়ম মাফিক মেডিসিন ব্যবহার করা হলেও ‘রি-অ্যাকশনের’ কারণে শিশুটি মারা গেছে। এমন ঘটনা সাধারণত হাজারে একটা ঘটে। এক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না।”

শিশুটির চাচা বাদশা মিয়া বলেন, “আমার ভাতিজা হেঁটে অপারেশন থিয়েটারে ঢুকল। আর অ্যানেসথেশিয়া চিকিৎসকের অবহেলার কারণে রেব হলো লাশ হয়ে। এই শোক আমরা কি করে ভুলব।”

তার ভাষায় ‘আইনি জটিলতার কারণে’ মামলা না করেই রাতে তাদের লাশ নিয়ে বাড়ি ফিরতে হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, লিখিত অভিযোগ পেলে তারা নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেবেন।

বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

ডাক্তারের ভুল চিকিৎসা্সয় ৬ বছরের শিশুর মৃত্যু

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬ বছরের শিশুর চিকিৎসা ধিন অবস্থায় মৃত্যু ।

স্বজন দের অভিযোগ ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু ।বহুলি ইউনিয়ন এর অালোক দিয়া গ্রামের অালম গীর হোসেন এর পুত্র ওয়ালিদ[৬] আজ বিকেলে টন্স জনিত রোগে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এ ভর্তি হয়৷

কর্তব্যরত চিকিৎসক গলায় অপারেশন করার কথা বললে পরিবার অপারেশন করানোর সিদ্ধান্ত গ্রহন করে। স্বজনরা জানায ৭ টার দিকে অপারেশন করানোর অাগে অঞ্গান করার জন্য যে ইনজেক শন দেয়া হয় তা মাত্রাতিরিক্ত শিশু ছেলে কে দেয়ার ফলে ওয়ালিদের মৃত্যু হয় । অপারেশন করার সময় কি ভাবে মৃত্যু হল তা জানিয়ে স্বজনরা খোব জানিয়েছেন ।

বুধবার, ২২ অক্টোবর, ২০১৪

বাসের ধাক্কায় সিএনজি যাত্রী তাসলিম খাতুন মিম (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

এ ঘটনায় তার মা, ছোট ভাই ও মামাসহ আরো ৫ জন আহত হয়েছেন।আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
নিহত মিম কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর বড়বাড়ী গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। সে স্থানীয় স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল। 
গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সদর উপজেলার কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যমুনা নদীতে নিখোঁজ শাহরিয়ার আজাদ অরভিনের (২৫) লাশ পাঁচ দিনপর এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় উদ্ধার

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে গ্রামীণফোনের নিখোঁজ প্রকৌশলী শাহরিয়ার আজাদ অরভিনের (২৫) লাশ পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ৷

এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় তার ভাসমান লাশ পাওয়া যায়।

অরভিন ঢাকার রামপুরা এলাকার প্রয়াতত আবুল কালাম আজাদের ছেলে। তিনি গ্রামীণফোনের ঢাকার একটি কর্মরত ছিলেন।

ওসি মনিরুল জানান, সকালে যমুনা নদীর বেড়িবাঁধ এলাকায় ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

মৃতের বন্ধু সিরাজগঞ্জ চান্দ আলীর মোড় এলাকার রাসু পরনের কাপড় দেখে অরভিনের লাশ সনাক্ত করেন।লাশ গ্রহণের জন্য স্বজনরা ঢাকা থেকে রওনা হয়েছেন বলে জানান ওসি মনিরুল।  

গত শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে চার বন্ধুর সাথে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন গ্রামীণফোনের প্রকৌশলী শাহরিয়ার আজাদ অরভিন।

সোমবার, ২০ অক্টোবর, ২০১৪

হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৪ জন নিহত

হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করে আহতের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে নাটোরের সড়ক দুর্ঘটনাস্থলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা এবং আহতদের চিকিৎসা খরচ বহন করার ঘোষণা।
আজ সোমবার বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী কেয়া পরিবহনের একটি বাস উপজেলার রাজাকার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উভয় বাসের ২২ যাত্রী মারা যান। পরে গুরুতর আহতবস্থায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হলে, তাদের মধ্য থেকে আরো যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী উদ্ধার কাজ শুরু করলেও পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ও পুলিশ এতে যোগ দেয়।
ঘটনাস্থলেই নিহতদের লাশ, বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এদের মধ্যে থেকে কয়েক জনের লাশ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সুকমল রায় জানান, আহত যাত্রীদের বনপাড়া আমেনা হাসপাতাল, পাটোয়ারী হাসপাতাল, জয়নব হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী বলেন, নিহত ব্যক্তিদের স্বজনেরা যেসব লাশ শনাক্ত করতে পেরেছেন সেসব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অন্য লাশগুলো থানায়ই রাখা হয়েছে।
তদন্ত কমিটি গঠন
এদিকে এ দুর্ঘটনা তদন্তে নাটোরের অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন নাটোরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) ও বিআরটিএর সহকারী পরিচালক।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়।

রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় আ'লীগ শফিকে বহিষ্কারে দুই-তৃতীয়াংশ নেতার স্বাক্ষর

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি-অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্বের দোষে দুষ্ট হয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার সাবেক সাংসদ গাজী শফিকুল ইসলাম শফি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার হতে যাচ্ছেন। তার বিরুদ্ধে জমা পড়েছে কমিটির দুই-তৃতীয়াংশ নেতার স্বাক্ষরিত আবেদন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামপুত্র উল্লাপাড়ার সাংসদ তানভীর ইমাম এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মারূপ-বিন-হাবিবসহ শতাধিক নেতাকর্মী নিয়ে শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় যোগদান করেন। শফিকে তার পদ থেকে বহিষ্কারের উদ্দেশ্যে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ কমিটির দুই-তৃতীয়াংশ নেতার স্বাক্ষরিত রেজুলেশনও বর্ধিত সভায় জমা দেওয়া হয়। শিগগির ওই রেজুলেশন জেলা কমিটির সুপারিশসহ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।

ওই বর্ধিত সভায় স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক আলহাজ মোহাম্মদ নাসিমও উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া এ বিষয়ে বলেন, আমরা সরাসরি বহিষ্কার করতে পারি না, শুধু সুপারিশসহ কেন্দ্রে পাঠাতে পারি। এ বিষয়ে সাবেক এমপি গাজী শফিকুল ইসলাম শফি বলেন, আমি বর্তমানে রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার হয়েছি।

শুভ সকাল صباح الخير Good morning

আজ শনিবার

১৯ অক্টোবর ২০১৪ খ্রীষ্টাব্দ

০৪ কার্ত্তিক ১৪২১ বঙ্গাব্দ

২৩ জিলহজ্ব ১৪৩৫ হিজরী

এখন হেমন্তকাল

সিরাজগঞ্জ৭১ খবরের সাথে থাকুন

সতর্ক থাকুন, নিরাপদে থাকুন

আনন্দময় হোক আপনার সারাদিন



সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।