নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬ বছরের শিশুর চিকিৎসা ধিন অবস্থায় মৃত্যু ।
স্বজন দের অভিযোগ ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু ।বহুলি ইউনিয়ন এর অালোক দিয়া গ্রামের অালম গীর হোসেন এর পুত্র ওয়ালিদ[৬] আজ বিকেলে টন্স জনিত রোগে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এ ভর্তি হয়৷
কর্তব্যরত চিকিৎসক গলায় অপারেশন করার কথা বললে পরিবার অপারেশন করানোর সিদ্ধান্ত গ্রহন করে। স্বজনরা জানায ৭ টার দিকে অপারেশন করানোর অাগে অঞ্গান করার জন্য যে ইনজেক শন দেয়া হয় তা মাত্রাতিরিক্ত শিশু ছেলে কে দেয়ার ফলে ওয়ালিদের মৃত্যু হয় । অপারেশন করার সময় কি ভাবে মৃত্যু হল তা জানিয়ে স্বজনরা খোব জানিয়েছেন ।
স্বজন দের অভিযোগ ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু ।বহুলি ইউনিয়ন এর অালোক দিয়া গ্রামের অালম গীর হোসেন এর পুত্র ওয়ালিদ[৬] আজ বিকেলে টন্স জনিত রোগে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এ ভর্তি হয়৷
কর্তব্যরত চিকিৎসক গলায় অপারেশন করার কথা বললে পরিবার অপারেশন করানোর সিদ্ধান্ত গ্রহন করে। স্বজনরা জানায ৭ টার দিকে অপারেশন করানোর অাগে অঞ্গান করার জন্য যে ইনজেক শন দেয়া হয় তা মাত্রাতিরিক্ত শিশু ছেলে কে দেয়ার ফলে ওয়ালিদের মৃত্যু হয় । অপারেশন করার সময় কি ভাবে মৃত্যু হল তা জানিয়ে স্বজনরা খোব জানিয়েছেন ।