আমি যখন তার কাছ থেকে আমার সন্তানকে নিয়ে চলে আসি তখনও তিনি আত্মহত্যার হুমকি দিয়েছিল। তিনি আমাকে বলেছিল, আমি যদি তার কথা না মেনে চলে যাই তবে সে আত্মহত্যা করবে।’ কথাগুলো বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।
তিনি বলেন, এরশাকে গ্রেপ্তার করা হলে আত্মহত্যার হুমকির বিষয়টি হাস্যকর। বেসরকারির একটি টিভি চ্যানেলে এমন মন্তব্য করেছেন বিদিশা। টিভি চ্যানেলকে বিদিশা বলেন, ‘এরশাদ আত্মহত্যা করবে এটা সত্যি হাস্যকর। তিনি আত্মহত্যা করতে পারবেন না। কারণ এরশাদ একটা কাপুরুষ।
উল্লেখ্য,এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপকভাবে বাড়ানোর প্রেক্ষিতে সাংবাদিকদের কাছে তিনি আত্মহত্যার হুমকির কথা বলেন।
তিনি বলেন, এরশাকে গ্রেপ্তার করা হলে আত্মহত্যার হুমকির বিষয়টি হাস্যকর। বেসরকারির একটি টিভি চ্যানেলে এমন মন্তব্য করেছেন বিদিশা। টিভি চ্যানেলকে বিদিশা বলেন, ‘এরশাদ আত্মহত্যা করবে এটা সত্যি হাস্যকর। তিনি আত্মহত্যা করতে পারবেন না। কারণ এরশাদ একটা কাপুরুষ।
উল্লেখ্য,এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপকভাবে বাড়ানোর প্রেক্ষিতে সাংবাদিকদের কাছে তিনি আত্মহত্যার হুমকির কথা বলেন।