বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ র‌্যাবের সহযোগীতায় সি.এম.এইচ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে সি.এম.এইচ হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বারিধারায় প্রেসিডেন্ট পার্ক বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পরায় পর র‌্যাব-১ এর একটি গাড়িতে করে  সি.এম.এইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এরশাদকে সি.এম.এইচ হাসপাতালে নিয়ে যেতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য ছিলেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে জানা গেছে।

এর আগে রাত সোয়া ১১টায় ডিজিএফআই মহাপরিচালক এরশাদের বাসায় যান।

এদিকে রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশনের সঙ্গে রয়েছেন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলুসহ আরো কয়েকজন।

বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে রওশনের সঙ্গে  মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলুসহ আরো কয়েকজন নেতাকে গণভবনে প্রবেশ করতে দেখা গেছে। তবে তারা কী বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেছেন তা জানা যায়নি।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।