বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

ভার্সিটিতে পড়ার সময় ইয়াহুমেইলে প্রায়ই একটি মজার ইমেইল পেতামঃ পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশের সাথে আমাদের দেশের পুলিশের তুলনা করা একটি ছবির সিরিজ। ওখানে আমেরিকান সোয়াট টিমকে দেখানো হত দুর্দান্ত সব গিয়ার পরিহিত অবস্থায়, জার্মান পুলিশ থাকত জার্মান শেফার্ড কুকুর এবং ফাটাফাটি আর্মড পার্সোনেল ক্যারিয়ার নিয়ে, আর সবশেষে বাংলাদেশ পুলিশ থাকত একেবারে দীনহীন অবস্থায়- হরতালে জনৈক মহিলা পিকেটারকে বিচ্ছিরিভাবে জাপটে ধরা অবস্থায়। তখন স্বপ্নেও ভাবিনি একদিন আমাকে পুলিশে চাকুরি করতে হবে। তবে ভাগ্যচক্রে এসেই যখন পড়লাম, খুব ইচ্ছে ছিল এই দীনহীন অবস্থার সাধ্যমত পরিবর্তন ঘটানোর।উত্তরা এলাকাতে আমার কর্মস্থলে একটি ক্রাইসিস রেসপন্স টিম গঠিত হয়েছে এটা আপনারা অনেকেই জানেন। ডিসি স্যারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই টিমটি উত্তরাতে সংঘটিত বড় ধরণের সন্ত্রাসী হামলা এবং দুর্যোগে উত্তরাবাসীর পাশে থাকবে। আমি একেবারেই নবীন অফিসার, মাত্র ৩ বছর বয়স চাকুরির- তবে আমি আমার সীমিত সামর্থ্যের ভেতরে ডিসি স্যারের নির্দেশে চেষ্টা করেছি এই টিমটিকে একটি স্মার্ট চেহারা দেবার। আমি জানি যে চেহারায় নয়, গুণেতে পরিচয়- তবে পুলিশের ভাবমূর্তি পরিবর্তনে একটি সুন্দর এবং আধুনিক গেট-আপ অপরিহার্য।এই টিমের আরেকটি ছবি এখানে পোস্ট দিচ্ছি- আপনাদের মতামত/ সমালোচনা/ পরামর্শ সাদরে আমন্ত্রিত Mashroof Hossain-মাসরুফ হোসেন

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।