তানভীর ইমামের মনোনয়ন বাতিলের দাবিতে গন অনশন
সিরাজগঞ্জ-৪
(উল্লাপাড়া) আসনে বর্তমান সাংসদ শফিকুল ইসলাম শফিকে মনোনয়ন না দেয়ায়
উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন ক্ষুদ্ধ।
তারা দলের স্বার্থে এই আসনে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক সাবেক উপদেষ্টা
এইচ.টি ইমামের পুত্র তানভীর ইমামের মনোনয়ন বাতিল করে আগামী ২৪ ঘন্টার
মধ্যে এমপি শফিকে মনোনয়ন দেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছে। অন্যথায়
আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীরা একযোগে পদত্যাগ করবে বলেও ঘোষণা দেয়া
হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ওই সাংসদের শ্যামলীপাড়াস্থ বাসভবনে উপজেলা
আওয়ামীলীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রবিবার তার মনোনয়ন
বাতিলের প্রতিবাদে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিকী
গণঅনশন হয়েছে। বেলা ১১.০০ টা থেকে ১.০০ টা পর্যন্ত চলা অনশন কর্মসূচীতে
বক্তব্য রাখতে গিয়ে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী ২৪
ঘন্টার মধ্যে তানভীর ইমামের মনোনয়ন বাতিল করে এ আসনে একজন যোগ্য রাজনৈতিক
ব্যক্তিকে মনোনয়ন দেয়ার দাবী জানান। তার সাথে তৃণমূল নেতাকর্মীদের কোন
যোগাযোগ নেই। ক্ষমতার অপব্যবহার করে এই মনোনয়ন দেয়া হয়েছে। এ মনোনয়ন
পরিবর্তন না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।