আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, "সংবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত মেনে নেবে না আওয়ামী লীগ
নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে
কোনো সমঝোতাও মানবেন না তারা।"
জাতিসংঘ
মহাসচিবের বিশেষ দূত তারানকোর সফর সম্পর্কে তিনি বলেন, "জাতিসংঘ মহাসচিবের
বিশেষ প্রতিনিধি তারানকোকে আমরা স্বাগত জানাই। তবে বাংলাদেশের বর্তমান
অচলাবস্থার জন্য দায়ী কে? তারানকোকে কেন দূতিয়ালি করতে হবে? প্রধানমন্ত্রীর
শেখ হাসিনার আহ্বানকে বিরোধীদলীয় নেত্রীর প্রত্যাখ্যান করাই তার আজকের এ
আগমনের কারণ। এসব সমস্যার জন্য দায়ী খালেদা জিয়া।"
সংঘাত-জ্বালাও-পোড়াও
আলোচনার পথকে রুদ্ধ করবে উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন,
"আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব, আপনারা আরও কঠোর হোন। এতে জনগণ
আপনাদের পাশে দাঁড়াবে।"
এসময় উপস্থিত ছিলেন গণআজাদী
লীগের সভাপতি আবদুস সামাদ,ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান
মল্লিক,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।