সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের
মধ্যভদ্রঘাট এলাকায় পণ্যবাহি ট্রাক উল্টে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে
অন্তত ৫ জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ জানায়, মঙ্গলবার মধ্য রাতে পাবনা থেকে ঢাকাগামী পেয়াজবোঝাই একটি ট্রাক বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মধ্যভদ্রঘাট এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকটিতে থাকা আকতার হোসেন নামে একজন নিহত হয়। আহত হয় আরো ৩জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ জানায়, মঙ্গলবার মধ্য রাতে পাবনা থেকে ঢাকাগামী পেয়াজবোঝাই একটি ট্রাক বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মধ্যভদ্রঘাট এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকটিতে থাকা আকতার হোসেন নামে একজন নিহত হয়। আহত হয় আরো ৩জন।
অপর দিকে একই সময়ে
একই স্থানে নাটোর থেকে ঢাকা গামী একটি মাছভর্তি পিকআপ ভ্যান উল্টে
পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। এসময় পিকআপ ভানে থাকা ২জন আহত হয়। পরে পুলিশ
ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। নিহত আকতার হোসেনের বাড়ী পাবনা
জেলার সাথিয়া উপজেলায়।
ঘন কুয়াশার কারনে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক এবং
পিকআপভ্যানটি উল্টে যায় বলে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা আমিনুল ইসলাম।