বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

সিরাজগঞ্জে ২টি ব্রিজের পাটাতন উত্তোলন, ব্যাপক গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ



জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর করার ঘোষণার প্রতিবাদে সিরাজগঞ্জে ব্যাপক গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ সহ ২টি ব্রিজের পাটাতন খুলে নিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর রাত পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
 
সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে সিরাজগঞ্জ পলিটেকনিক সংলগ্ন ফকিরতলা বেইলি ব্রিজ ও সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের হাজিবাড়ি বেইলি ব্রিজের পাটাতন খুলে ফেলেছে অবরোধকারিরা।
এছাড়াও সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চন্ডিদাসগাতি থেকে নলকা মোড় পর্যন্ত কয়েকটি স্থানে গাছ কেটে এবং গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ১৮ দলের নেতাকর্মীরা।

অপরদিকে, উল্লাপাড়ায় জামায়াত শিবিরকর্মীরা রাত ৯টার পর পাবনা-নগরবাড়ি মহাসড়কের শ্রীখোলা থেকে বোয়ালিয়া বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ কেটে মহাসড়ক অবরোধ করায় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া উল্লাপাড়া মডের থানার সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
 
রাত সাড়ে ১১টার দিকে সয়দাবাদে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তিনটি ট্রাকে আগুন, ১০টি গাড়ি ভাঙচুর করেছে তারা।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।