সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বিদ্রোহী প্রার্থী ও বেলকুচি উপজেলা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রতনকে বহিস্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থ হওয়ার কারণে সোমবার সন্ধ্যায় দলীয় সিদ্ধান্তে তাকে বহিস্কার করা হয়। এই মর্মে বেলকুচি উপজেলা শহরে মাইকিং করা হয়েছে।
এসম্পর্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কেএম হোসেন আলী হাসান জানান, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত ও গঠনতন্ত্রের বিধি অনুযায়ী তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থ হওয়ার কারণে সোমবার সন্ধ্যায় দলীয় সিদ্ধান্তে তাকে বহিস্কার করা হয়। এই মর্মে বেলকুচি উপজেলা শহরে মাইকিং করা হয়েছে।
এসম্পর্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কেএম হোসেন আলী হাসান জানান, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত ও গঠনতন্ত্রের বিধি অনুযায়ী তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।