মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

সিরাজগঞ্জে ৩ সাংবাদিক লাঞ্চিত, ক্যামেরা ছিনতাই।


সংবাদ সংগ্রহ করতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাগধা গ্রামে ৩ সাংবাদিক লাঞ্চিত হয়েছে। এ সময় তাদের নিকট থেকে একটি ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী জানান, রবিবার বিকেলে থানার হাটিকুমরুল ইউনিয়নের বাগধা গ্রামের ছোরহাব আলীর মেয়ের বিয়ে হয়। বাসর ঘর থেকে মেয়েটি বরকে রেখে পালিয়ে যায়। বিষয়টি কেউ পলায়ন আবার কেউ অপহরন বলে প্রচারনা চালায়। এ কারণে সঠিক তথ্যের জন্য সোমবার সন্ধ্যার দিকে তিনি এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগের কথার সলঙ্গা প্রতিনিধি সোহেল রানা এবং সাহিত্য সম্পাদক আব্দুর রহিম বাগধা গ্রামে যান। ঘটনাস্থলে পৌছে সাংবাদিক পরিচয় দেয়া মাত্রই আলহাজ্ব ছোরহাব আলী ও তার ছেলে আসলাম, আঃ সালাম ও কিবরিয়াসহ ৭/৮ জন সাংবাদিকদের উপর চড়াও হয়ে তাদের লাঞ্চিত করে। এক পর্যায়ে তারা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং এ সংক্রান্ত কোন সংবাদ প্রকাশ করলে হত্যা করা হবে বলে হুমকি দেন। এ বিষয়ে রাত সোমবার ১০টার দিকে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ ৮ জনের নামে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এ বিষয়ে মামলা হয়েছে। তবে হরতালের কারণে পুলিশ যেতে পারছে না। পরিস্থিতি একটু শান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।