সিরাজগঞ্জের
বেলকুচি উপজেলার লক্ষিপুর গ্রামে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক
স্কুলছাত্রীর উপর এসিড নিক্ষেপ করেছে এক বখাটে। রোববার রাত ১০ টার দিকে এই
নির্মম ঘটনা ঘটে।
সোমবার সকালে এসিড দগ্ধ হাসিনা খাতুন কে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের আ. হামিদের মেয়ে ও স্থানীয় সাতলাঠি গালর্স স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ওসি আব্দুল হাই সরকার জানান, উক্ত গ্রামের তার চাচা আ. বারিকের ছেলে ও খামার উল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ডলার প্রেমের প্রস্তাব দেয়। এ প্রেমে মেধাবী ছাত্রী হাসিনা রাজি না হওয়ায় বখাটে চাচাতো ভাই প্রায়ই তাকে বিরক্ত করত। এরই এক পর্যায়ে মেয়েটির পরিবার তাকে বিয়ে দেবার চেষ্টা করলে রোববার রাত ১০ টার দিকে বখাটে ডলার মেয়েটির ঘরে গিয়ে তার উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এখানে তার অবস্থা উন্নতি না হওয়ার আশংকায় সোমবার সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
বিকেলে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, এসিড দগ্ধ হাসিনার শরীরের প্রায় ৩৫ শতাংশ এসিডে ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হবে বলে জানান। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সোমবার সকালে এসিড দগ্ধ হাসিনা খাতুন কে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের আ. হামিদের মেয়ে ও স্থানীয় সাতলাঠি গালর্স স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ওসি আব্দুল হাই সরকার জানান, উক্ত গ্রামের তার চাচা আ. বারিকের ছেলে ও খামার উল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ডলার প্রেমের প্রস্তাব দেয়। এ প্রেমে মেধাবী ছাত্রী হাসিনা রাজি না হওয়ায় বখাটে চাচাতো ভাই প্রায়ই তাকে বিরক্ত করত। এরই এক পর্যায়ে মেয়েটির পরিবার তাকে বিয়ে দেবার চেষ্টা করলে রোববার রাত ১০ টার দিকে বখাটে ডলার মেয়েটির ঘরে গিয়ে তার উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এখানে তার অবস্থা উন্নতি না হওয়ার আশংকায় সোমবার সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
বিকেলে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, এসিড দগ্ধ হাসিনার শরীরের প্রায় ৩৫ শতাংশ এসিডে ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হবে বলে জানান। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।