বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

সিরাজগঞ্জে বাস-সিএনজি শ্রমিক সংঘর্ষ, আহত ১৯।


পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে বৃহস্পতিবার সিরাজগঞ্জের পৃথক ৩টি স্থানে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ১৯ জন। আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সিএনজিচালক দুলাল ও ইউসুফের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, সারাদেশে পরিবহন ধর্মঘট চললেও সিরাজগঞ্জে সিএনজি চলাচল করায় উভয় সংগঠনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংঘর্ষ ও ৭টি সিএনজি ভাংচুর করা হয়েছে। এদিকে, হাটিকুমরুল গোলচত্বর ও উল্লাপাড়ায় উপজেলার বয়লা বাজার এলাকায় একই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। পরে সংঘর্ষ এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।