শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি ও মানুষ হত্যার অভিযোগে বিএনপির আরও বেশকিছু ‘সক্রিয়’ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হতে পারে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি ও মানুষ হত্যার অভিযোগে  বিএনপির আরও বেশকিছু ‘সক্রিয়’ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হতে পারে। তাদের পেছনে গোয়েন্দা নজরদারী বাড়নো হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, যে কোন মুহূর্তে  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, আব্দুল্লাহ আল নোমান ও শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মজিবর রহমান সরোয়ারসহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রধান নেতাদের গ্রেপ্তার করা হতে পারে। এছাড়া ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদেরও গ্রেপ্তার করা হতে পারে বলে।নির্ভরযোগ্য সূত্র জানায়, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি ও মানুষ হত্যার অভিযোগে বিএনপির আরও বেশকিছু ‘সক্রিয়’ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হতে পারে। তাদের পেছনে গোয়েন্দা নজরদারী বাড়নো হয়েছে।


সূত্র আরও জানিয়েছে, যে কোন মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, আব্দুল্লাহ আল নোমান ও শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মজিবর রহমান সরোয়ারসহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রধান নেতাদের গ্রেপ্তার করা হতে পারে। এছাড়া ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদেরও গ্রেপ্তার করা হতে পারে বলে।

 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।