সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

সিরাজগঞ্জে যুবতীর আত্নহত্যা।

: সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লায় এক যুবতী গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে। নিহত যুবতী রনী (১৮) টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার মসিনপুর এলাকার মহু শেখের কন্যা। সে সয়াগোবিন্দ মহল্লায় আব্দুল করিমের বাড়িতে তার মায়ের সাথে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলো।নিহতের পরিবার সুত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে রনী ঘরের মধ্যে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। পরে বাড়ির লোকজন ঝুলন্ত লাশ নিচে নামিয়ে ফেলে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানে হয়েছে। তবে কী কারণে সে আত্নহত্যা করেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।