চার সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় অবশ্য আওয়ামী লীগ বেকায়দায় রয়েছে। আজ এই পরাজয়ের প্রয়োজন ছিল-ওবায়দুল কাদের
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্
--------------------------------------------------------
মেলন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ মন্তব্য করেন। তিনি বলেন, এ পরাজয়ে নিজেদের একটা শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে। এতে ভুল সংশোধনের বিষয়টি সামনে চলে আসবে।পরাজয় না হলে এই সুযোগ তৈরি হতো না। মন্ত্রী বলেন, রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ যখন শুরু হয় তখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল এক রকম। আর হেফাজত ইসলামের কর্মসূচির পর রাজনৈতিক প্রেক্ষাপট হয়ে যায় অন্যরকম। সিটি করপোরেশনের নির্বাচনের পর তা আবার বদলে যায়। রাজনীতির এ রকম মাতাল হাওয়ায় অনেক কিছুই ঘটে। আগামী চার মাসে আরো অনেক কিছুই ঘটতে পারে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনের দুই মাস আগেও পিছিয়ে ছিলেন। কিন্তু তিনি নির্বাচনে ঠিকই জিতেছেন। রাজনীতির সমালোচনা করে যোগাযোগ মন্ত্রী বলেন, ভোটের রাজনীতির কারণে সমঝোতা করতে রাজনীতি নীতিহীন হয়ে পড়েছে। এটি অত্যন্ত খারাপ। এতে সৎ মানুষরা প্রার্থিতার বিষয়ে অনাগ্রহী হবে। একজন এমপি প্রার্থীর খরচ ১৫ লাখ টাকা খরচ করার কথা। কিন্তু ১০ থেকে ১৫ কোটি টাকাও খরচ করা হচ্ছে বলে জোর দাবি করেন। রাজনীতিতে ঘনঘটা চলছে এর মধ্যে সুসংবাদ হচ্ছে, বিরোধীদল দীর্ঘদিন পরে সংসদে গেছে। নির্বাচনেও অংশ নিচ্ছে। এ অবস্থা অব্যহত থাকলে আগামী নির্বাচনে সুন্দর পরিবেশ তৈরি হবে বলেও মনে করেন এই আওয়ামী লীগ নেতা। নির্বাচনে আওয়ামী লীগ কোনো কারচুপি ও জোর জবরদস্তি করেনি। সে কারণে আওয়ামী লীগের সময়ে ৮ সিটি করপোরেশন নির্বাচনের ৬টিতে জিতেছে বিএনপি। আর দুটিতেও আওয়ামী লীগের প্রার্থী জিতেনি। আওয়ামী লীগ যে ভোটে কারচুপি করেনি তারই প্রমাণ। খালেদা জিয়া ভোটে কারচুপির অভিযোগ করেছেন এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি হাস্যকর কারণ কারচুপি করে ওনার দলের লোক জেতানো হয়েছে! এ কথা পাগলেও বিশ্বাস করবে না। অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনের মতো গাজীপুর সিটি করপোরেশনও স্বচ্ছ ও নিরপেক্ষা হবে এ কথা গ্যারান্টি দেন যোগাযোগ মন্ত্রী। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার পদে গাজীপুরে আওয়ামী লীগের দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবখানেই তারা এমন অভিযোগ তুলেছন। কিন্তু পরে তা অমূলক প্রমাণিত হয়েছে। এবারও হবে।--------------------------------------------------------