মঙ্গলবার, ২২ মে, ২০১৮

অভিনেত্রী তাজিন আহমেদ স্মরণে কবি কামরুন নাহার সিদ্দিকার অন্তর্ধান

কি এত তাড়া ছিলো ফেরার?
অতটা ছটফটানি কেন ছিল তার
শেষ দেখা হয়েছিল তার সাথে পল্টনের মুখে
সে ছিলো ছুটন্ত রিক্সায়
আমি দেখতে পাইনি,
চোখ ছিল সচিত্র  পত্রিকায়।
 সে দেখেছিলো,হাতের ইশারায় ডাকছিলো আমায়
জনতার শোরগোল অনুসরণে যখন দৃষ্টি ফেরালাম,
ত্রিচক্রযান হাওয়ার বেগে অদৃশ্য হলো গলিপথে
আমি তার পেছন ফেরা হাসি মুখ দেখলাম 
দু দন্ডের তরে,গজদন্তের ঝিলিক 
তারপর মিলিয়ে গেলো। 
মানষ পটে মুখখানি ভেষে উঠে প্রায় ই।
আজ মনে হল দাঁড়াই গিয়ে
  ওই পল্টনের কোণাটায়
হাত নাড়িয়ে তার উচ্ছলতার জবাব দেব
যখনি ত্রিচক্রযান তাকে নিয়ে 
 গলিমুখে হারিয়ে যেতে থাকবে শুধু আর একটি বার। 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।