ঈদ মোবারক - কামরুল হাসান মাহমুণদ
চাঁদের দেখা মিলেছে আজ,
ফুটেছে রংধনুর মেলা,
অতি সরেস মন, প্রাণবন্ত নদী যেন,
সব হবে প্রাণখোলা।
উন্মুক্ত হল সহমর্মিতার জানালা,
মুছে যাবে অন্তরের অন্ধকার।
নতুন আলোয় উদ্ভাসিত হ্রদয়,
গোলাপের সুবাসে পূর্ন পবিত্র আকর।
শাওয়ালের প্রথম দিনে, বর্ষার রিমঝিম সুরে,
পুষ্পহস্তে জানাই, ভাই বন্ধু সকল,
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।