শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৫

সিরাজগঞ্জে ৪৮ ঘণ্টা হরতালের ডাক

সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের মারপিট, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি ও জামায়াত পৃথক ভাবে রোববার সকাল থেকে জেলায় ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু মোবাইলে জানান, আজ শনিবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে সিরাজগঞ্জের ২০ দল শহরের হোসেনপুর এলাকায় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় তারা যুবদলকর্মী সাহসকে বেধড়ক মারপিট করে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিলে বাধা দেয়ার প্রতিবাদে রোববার  ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমীর শহিদুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা জামায়াত পৃথক ভাবে রোববার ভোর ৬টা থেকে জেলায় ৪৮ ঘণ্টা হরতাল আহবান করেছে। 
শুক্রবার বিকেলে জেলা জামায়াতের সেক্রেটারী জাহিদুল ইসলাম শুক্রবার বিকেলে এ হরতাল আহবান করেন। এরআগে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার চন্ডিদাসগাতি এলাকা থেকে ডিবি পুলিশ শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। তার নামে নাশকতার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।