রবিবার, ১০ নভেম্বর, ২০১৩

চট্টগ্রামে উপজেলা ছাত্রলীগ সভাপতিকে জবাই করে হত্যা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ছাত্রলীগ সভাপতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববারা দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলা আমিরাবাদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান বাপ্পি (২৩) লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত বাপ্পি রাত সাড়ে ১১টার দিকে আমিরাবাদ স্টেশন থেকে রিকশা যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে সিটিজেন পার্ক নামে একটি কমিউনিটি সেন্টারের সামনে গেলে কয়েকজন সন্ত্রাসী তার রিকশার গতিরোধ করে। প্রথমে তারা বাপ্পিকে কয়েক রাউন্ড গুলি করে। পরে তার গলা কেটে হত্যা করে। স্থানীয়রা বাপ্পিকে পদুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লোহাগাড় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, কারা বাপ্পিকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে খুনিদের ধরার জন্য অভিযান শুরু করেছি।
নিহত বাপ্পির লাশ পদুয়া হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে বিক্ষোভ মিছিল করেছে।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরো হত্যাকাণ্ডের জন্য জামায়াত শিবিরকে দায়ী করেছেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।