সোমবার, ২৩ জুলাই, ২০১৮

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ৫টি ইউনিট শাখার কমিটি অনুমোদন

সিরাজগঞ্জে ছাত্রলীগের ৫টি ইউনিট শাখার  স্থগিতাদেশ প্রত্যাহার করে নতুন কমিটি ১ বছরের জন্য অনুমোদন দিয়েছে নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ।

বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ রোববার (২৩ জুলাই) রাতে জানান, ছাত্রলীগের রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে, সংগঠনকে আরো সুসংগঠিত ও গতিশীল করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুঃনিশ্চিত করার লক্ষে জেলার বিভিন্ন ইউনিট শাখার কমিটি স্থগিতাদেশ প্রত্যাহার করে নতুন কমিটির অনুমোদন করা হয়েছে। জেলা ছাত্রলীগের অনুমোদিত ৫টি ইউনিট শাখার মধ্যে সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা, সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট শাখা, শাহজাদপুর উপজেলা শাখা, কামারখন্দ উপজেলা শাখা ও হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ শাখা। 

তিনি আরো জানান, কমিটি গঠনে ক্লিন ইমেজের সৎ ও মেধাবী ছাত্রদের প্রাধান্য দিয়েই নতুনদের নেতৃত্বে আনা হয়েছে। কমিটি গুলোতে যাদের নেতৃত্বে আনা হয়েছে তার হলেন সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখার সভাপতি পদে মোঃ রাশেদ খান, সাধারণ সম্পাদক পদে সুলতান মাহমুদ মুন্না, সহ-সভাপতি পদে মোঃ রাশিদুজ্জামান নিবিড় ও মোঃ সজিব শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রেদাওয়ানুল হক সোহাগ ও মোঃ জিবন শেখ। 

সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন খান, সাধারন সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সভাপতি মোঃ জুবায়ের শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় ও মোঃ আরিফুল ইসলাম। শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে মোঃ মারুফ হাসান সুনাম ও সাধারণ সম্পাদক পদে মোঃ রাসেল শেখ। কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে মোঃ পারভেজ রেজা পাভেল, সাধারণ সম্পাদক পদে মোঃ মামুন শেখ, সহ-সভাপতি মোঃ রাকিব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাদাত শাহরিয়ার শুভ। হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি পদে এনামুল হক বিজয় ও সাধারণ সম্পাদক পদে মাসুদ পারভেজ মুন্না।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।