মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

কাজীপুরে যমুনার ভাঙ্গনের শব্দ আর শোনা যাবে না-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

কাজীপুরে আর কোন দিন যমুনার ভাঙ্গনের শব্দ শোনা যাবে না মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামীলীগ সরকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত কাজীপুর – সিরাজগঞ্জসহ সারা দেশের উন্নয়ন করে যাচ্ছে। এই উন্নযনের ধারাবাহিকতা রক্ষায় চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা  মার্কায় ভোট দেবার আহবান জানান। 

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রবিবার সকালে কাজীপুরে জমির ক্ষতিপুরণ বাবদ এক কোটি টাকার চেক বিতরণ করেছেন। কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা এলাকায় নির্মানাধীণ পরিবার কল্যাণ পরিদর্শক প্রশিক্ষণ কেন্দ্র (এফডব্লিউভিটিআই) নির্মাণ কাজে জমি অধিগ্রহণ করা হয়। এই জমির ক্ষতিপুরণ বাবদ ৩০ জন জমির মালিককে ক্ষতিপুরণ হিসেবে এই চেক বিতরণ করা হয়। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।  এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে বলেছেন- প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে প্রমত্তা যমুনা শাসন করা হচ্ছে।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, কাজীপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বক্তব্য দেন। 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।