শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠতে না পারলে ছাত্রলীগ করার দরকার নাই- সাবেক এমপি তানভীর শাকিল জয়

পারভেজ কাজিপুর :চরগিরিশ ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রকৌশলী তানভীর জয় ( সাবেক এমপি সিরাজগঞ্জ -১) বলেন যারা বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস না করে তাদের ছাত্রলীগ করার দরকার নেই।ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠতে হবে।এখন সরকার ক্ষমতাই আছে চাকরি আর কিছু সুবিধা পাওয়ার জন্য ছাত্রলীগের পদে আসার দরকার নাই।ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠক যা এশিয়া মহাদেশের একটি শক্তিশালী সংগঠক হিসাবে পরিচিত। তিনি আরো বলেন ছাত্রলীগের নতুন কমিটিতে যারা আসবেন তারা ছাত্রলীগের ঐতিহ্যকে ধরে রেখে অতীতের নেয় আগামীতে আন্দোলন সংগ্রামে শক্ত হাতে মোকাবেলা করার আহবান জানান।
এর আগে তিনি জোরবারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন শুভ উদ্ভোধন করেন। চরগিরিশ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতীথির বক্তবে তিনি এসব কথা বলেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলার সাবেক এমপি ডা:মুরাদ হাসান। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রাহমান, যুগ্ন সা:সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া,উপজেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক,উপজেলা  ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদক, স্বেছাসেনকলীগের সাধারণ সম্পাদক সহ প্রমুখ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।