মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

বেলকুচির গ্রাম পুলিশদের মাঝে মোবাইল বিতরণ


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬টি ইউনিয়নের ৬০ জন গ্রামপুলিশদের মাঝে মোবাইল ফোন ও সংযোগ বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে গ্রাম পুলিশদের মোবাইল ফোন ও সংযোগ বিতরণ অনুষ্ঠান পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার অলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, বেলকুচি প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সদর ইউনিয়নের চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুর হক ভাষানী, বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা প্রমুখ। এ সময় বন্যার পানিতে শিশুর মৃত্যুর কারণের ২ জন অভিভাবকের হাতে ২০ হাজার টাকা করে ২টি চেক বিতরণ করা হয়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।