রিফাত রহমানঃ জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে জেলামুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে ৩ দিন ব্যাপী নানাকর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর ১ম দিনে শোক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে র্যালীটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। মুক্তিযোদ্ধা সন্তানদের অংশগ্রহনে শোক র্যালীটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জেলা পরিষদের সদস হোসনে আরা পারভীনলাভলী, জেলা পরিষদের সদস্য ও সদর থানা মহিলা আওয়ামীলীগেরসাধারণ সম্পাদক নাসরিন ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তানকমান্ডের সাধারণ সম্পাদক বায়জীদ তালুকদার, সাস্কৃতিক সম্পাদকলিনা রহমান, সদস্য আব্দুল ওহাব, সদস্য আশরাফ মন্ডল, বেলকুচি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ইমাম হাসান, রায়গঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কাওসার সহঅন্যান্যরা। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য রাসেদ ইউসুফ জুয়েল, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাছুম রানা, প্রচার সম্পাদকও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি রিফাত রহমান, শাকিলহায়দার, পূর্ণা, শামীম, রেজাউল করীম সহ জেলা ও উপজেলা কমিটিরসদস্য বৃন্দ।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন সম্পাদক সালমান হক শিবলী। এছাড়া কর্মসূচীর মধ্যে ১৪ আগষ্ট রাত্রি ১২:০১ মিনিটে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান এবং মোমবাতি প্রজ্বালন, ১৫ই আগস্ট জেলা আওয়ামীলীগ কর্তৃক শোক র্যালী অংশ রহণ এবং জেলা আওয়ামীলীগ কার্যালয়েস্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী, বিকাল ৪টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে চিত্রাঙ্কান প্রতিযোগিতা ও ১৬ই আগষ্ট সকাল ১০টায় চিত্রাঙ্কান প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কারবিতরনী, দোয়া ও মিলাদ মাহফিল।