শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

মীর মোশারফ হোসেনের সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে গণসংযোগ

দলীয় হাইকমান্ড থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেবার নির্দেশনা দেওয়ার পর থেকেই সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে।
ইতোমধ্যে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা, গণসংযোগ সুরু করেছে। এছারা সাধারন মানুষের পাশে দাড়ানো, এলাকার উন্নয়ন, দলীয় অসহায় ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যক্তিগত ভাবে সহায়তা করে বেশ জোড়েসড়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন বহুল আলোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আহত ও নির্যাতিত আ’লীগ নেতা মীর মোশারফ হোসেন।
তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। মীর মোশারফ কেন্দ্রীয় ছাত্রলীগের তুখোড় নেতা ছিলেন। বর্তমানে ঢাকার বনানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তার নির্বাচনী এলাকার কয়েকটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন। শুক্রবার দিনব্যাপী মীর মোশারফ হোসেন বেলকুচি উপজেলার শ্যামগাঁতী, গাবগাঁছী, বানিয়াগাঁতী তামাইসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহর আওয়ামীলীগের নেতা এস এম আজম, বেলকুচি উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোতিহার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদ্ৎ হোসেন মুন্না, বেলকুচি উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবল হোসেন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ মির্জা প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন পর্যয়ের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।