বুধবার, ৭ জুন, ২০১৭

সিরাজগঞ্জে ইয়াবাসহ কথিত গোয়েন্দা পুলিশের সোর্স জহির আটক

সিরাজগঞ্জে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহির রায়হান(৩৫) (জহির) নামে কথিত ডিবির বিশেষ সোর্সকে আটক করেছে সদর থানা পুুলিশ। মঙ্গলবার (৬ই জুন) সন্ধ্যার পরে পৌর এলাকার রেলওয়ে কলোনির সরকারী প্রাইমারী স্কুলের পার্শে থেকে তাকে তল্লাশি চালিয়ে ৮পিস ইয়াবা ট্যাবলেট উসহ থেকে আটক করা হয়। আটককৃত জহির রায়হান পৌর এলাকার মাছুমপুর উকিল পাড়ার আলী আহসানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই নিজেকে গোয়েন্দা পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

এদিকে সে কিছুদিন যাবৎ প্যানা পোস্টারে নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিলেও সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মইনুন্দিন খান চিনু জানান, জহির নামে যুবলীগের কোন নেতা বা কর্মী সিরাজগঞ্জে নেই।

সদর থানার উপ-পরিদর্শক আজিম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহির রায়হানকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল আহম্মেদ জানান, মাদক, জঙ্গীবাদ ও বাল্য বিবাহের ব্যাপারে উর্ধতন কতৃপক্ষের বিশেষ নির্দেশ রয়েছে, তাছাড়া বর্তমানে ইয়াবার ব্যাবসায়ী ও সেবনকারীর ব্যাপারে আমাদের বিশেষ নজরদারী রয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।