রবিবার, ২ এপ্রিল, ২০১৭

সিরাজগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ৬৯তম জন্মদিন পালিত


গতকাল রাতে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামীলীগ আয়োজিত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ৬৯ তম জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃইসহাক আলীর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর ৬৯ তম জন্ম দিবস উপলক্ষে এক আলোচনা ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লার পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তপন সিরাজী, যুবলীগের সভাপতি ও যুবলীগ ২০১৭ সম্মেলনের আহবায়ক মঈনু উদ্দিন খান চিনু, ও সম্মেলনের যুগ্ন আহবায়ক মোঃ রাজন, এ্যাডঃ মোঃ পান্না, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন প্রমুখ। আলোচনা সভা শেষে নেতার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।