সিরাজগঞ্জের রায়গঞ্জে লাইসেন্স বিহনীভাবে ইটভাটা গড়ে তুলে ইট পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালত এক ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সেই সাথে ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মারুফ সোহেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ইটভাটার মালিক উজ্জল হোসেন উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের মোমতাজ আলীর ছেলে।
সহকারী কমিশনার (ভুমি) মারুফ সোহেল জানান, অর্থ দন্ডপ্রাপ্ত উজ্জল লাইসেন্স ছাড়াই আবাদি জমিতে ইটভাটা স্থাপন করে ইট পোড়াচ্ছিল। সংবাদ পেয়ে দুপুরে ওই ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ৪ ধারা ভঙ্গ করায় উজ্জলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ভাটার সকল কার্যক্রম স্থগিত করা হয়।