মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

স্বাধীনতার মাসেই চলে গেলেন সিরাজগঞ্জের বীরমাতা সুর্য্য বানু

মহান স্বাধীনতার মাসেই সিরাজগঞ্জের নারী মুক্তিযোদ্ধা বীর মাতা সূর্য্য বানু (৭১) আর নেই। মঙ্গলবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ শহরের বেসরকারি আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পূত্র, ৩ কন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত হারুন-অর রশীদের স্ত্রী। 

মরহুমার ছেলে হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে সূর্য্য বানু শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশরাফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। 
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্রেনজন চাম্মু গং জানান, মঙ্গলবার বাদ আছর রহমতগঞ্জ কবরস্থান মসজিদ প্রাঙ্গনে সূর্য্য বানুর জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য্য সম্পন্ন করা হবে। 

প্রসঙ্গত, ১৯১৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনীর হাতে বড়বোনসহ সম্ভ্রম হারান সূর্যবানু। সম্ভ্রম হারানোর পর দীর্ঘদিন তিনি লোকলজ্জার ভয়ে অসহায়ত্বের মধ্য একাকী জীবনযাপন করতেন। ১৯৯২ সালে ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে তিনি জনসম্মুখে আসেন। দীর্ঘ ৪৫ বছর পর ২০১৬ সালে তিনি নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করেন। 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।