সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি স্কুল মাঠে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হুদার সার্বিক সহযোগিতায় এবং প্ররিচালনা পর্ষদের সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রাপ্তন প্রধান শিক্ষক শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কদ্দুছ, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, জেলা পরিষদের সদস্য গাজী আব্দুল হামিদ আকন্দ, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন আকন্দ, আতাউর রহমান, প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। এ সময় উক্ত স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিবাবকগন উপস্থিত ছিলেন।