বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

ক্রীড়া মেধা ও পাশাপাশী শারিরিক বিকাশেও সহায়তা ঃ তানভির শাকিল জয় (সাবেক এম পি)




সিরাজগঞ্জ  ১ কাজীপুর আসনের সাবেক এম পি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন, ক্রীড়া অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশী শারিরিক বিকাশেও সহায়তা করে থাকে। খেলাধুলা মানুষের বিশেষ করে শিক্ষার্থীদের বিভিন্ন অপরাধ কর্মকান্ড থেকে নিবৃত্ব করে রাখে। কাজেই শিক্ষা
প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশী বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানের চর্চা থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের বড়দের উচিৎ সন্তানের লেখাপড়ার খোঁজ খবরের সাথে সাথে খেলাধুলার খোঁজ খবর রাখা তবেই সমাজ থেকে অনেক অপরাধ কমে যাবে। বৃহস্পতিবার কাজীপুরের বঙ্গবন্ধু কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এম পি জয় উপরোক্ত কথাগুলো বলেন।

ইউ এন ও শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বঙ্গবন্ধুৃ কলেজের অধ্যক্ষ আঃ রাজ্জাক, উপজেলা আ,লীগ সভাপতি শওকত হোসেন, সম্পাদক সম্পাদক খলিলুর রহমান সীরাজী, প্রমূখ বক্তব্য রাখেন। পরে কৃতি ছাত্রছাত্রীদেও মাঝে পুরস্কার বিতরনের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।