বুধবার, ৮ মার্চ, ২০১৭

শাহজাদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরু কারাগারে আটক থাকায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন প্যানেল মেয়র নাসির উদ্দিন। ৭ই মার্চ মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপ-সচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। এই চিঠির অনুলিপি শাহজাদপুর পৌর মেয়র, শাহজাদপুর পৌরসভার সচিব ও স্থানীয় সরকার বিভাগের প্রোগ্রাম বরাবর পাঠানো হয়েছে।

স্মারক নং- ৪৬.০০.০০০০.০৬৩.৩১.০০১.১৫-২৮১ চিঠিতে এই মর্মে উল্লেখ করা রয়েছে যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাছির উদ্দিন এ দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার রাত ১০টায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলিমুল রাজীব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মীরু কারাগারে আটক থাকায় প্যানেল মেয়র-২ নাছির উদ্দিনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। নাসির উদ্দিন পৌরসভার দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ মেয়রের আর্থিক ও প্রশাসনিক যাবতীয় কার্যাদি পরিচালনার দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুসহ ১৮ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় মেয়র মীরুকারাগারে আটক থাকায় প্যানেল মেয়র-২ নাসির উদ্দিনকে এ দায়িত্ব দেয়া হলো।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।